ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাসের ধাক্কায় নারী-শিশুসহ আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
বাসের ধাক্কায় নারী-শিশুসহ আহত ৫

চট্টগ্রাম: বাসের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। শনিবার (২৪ জুন) সকালে রেলস্টেশনে যাওয়ার পথে নগরীর টাইগারপাস এলাকায় বাস একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-ফেরদৌস শামীম (২৯), তার মা হোসনে আরা (৪৫),  স্ত্রী রুপমা (২৩) এবং ছেলে মেহেদি (২) ও মেয়ে সাইমা (৫)। তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলায়।

আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির বাংলানিউজকে জানান, রেলস্টেশনে যাওয়ার পথে টাইগারপাস এলাকায় বাসের ধাক্কায় আহত হয়ে নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে শিশু মেহেদির অবস্থা আশংকাজনক। তারা ঈদ উপলক্ষে সকাল সাড়ে ৭টার ট্রেনে গ্রামের বাড়ি জামালপুরে যেতে রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে বাসের ধাক্কায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।