ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১৫ লাখ পিস ইয়াবাসহ আটক ১২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
চট্টগ্রামে ১৫ লাখ পিস ইয়াবাসহ আটক ১২ ১৫ লাখ পিস ইয়াবাসহ আটক ১২। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের গভীর সাগরে অভিযান চালিয়ে ১৫ লাখ পিস ইয়াবাসহ ১২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। আটকদের মধ্যে ৫ জন মিয়ানম‍ারের নাগরিকও রয়েছে।

শনিবার (২৪ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র‌্যাব- ৭ এর একটি টিম।

আটকরা হলেন নজির আহমেদ (৫৫), হাসেম (১৯), ছাদেক (২৫), খায়রুল আমিন (২০), জাফর (৩০), খোকন (২৫), আনিসুর রহমান (১৮)।

  এছাড়া মিয়ানমারের নাগরিকদের মধ্যে আছেন ইসমাইল (২০), আব্দুল খালেক (২০), সাদ্দাম হোসেন (১৯), নুর আলম (২৫) এবং সেলিম প্রকাশ মলয় (২০)।

র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ বাংলানিউজকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে গভীর সাগরে অভিযান চালিয়ে ‘মায়ের দোয়া’ নামের একটি ট্রলার আটক করে।

ট্রলারটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। এসময় ১৫ লাখ পিস ইয়াবাসহ ১২ জন আটক কর‍া হয়। আটকদের মধ্যে মিয়ানমারের নাগরিকও রয়েছে।  

সকাল এগারটায় সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
আরডিজি/জিওয়াই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।