ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এদেশের প্রতিটি অর্জনে মুখ্য ভূমিকা আওয়ামী লীগের

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এদেশের প্রতিটি অর্জনে মুখ্য ভূমিকা আওয়ামী লীগের ঈদ উপহার বিতরণ করেন সমাজসেবক ফরিদ মাহমুদ।

চট্টগ্রাম: সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, এদেশের প্রতিটি অর্জনে মুখ্য ভূমিকা ছিল আাওয়ামী লীগের। রাষ্ট্রভাষা বাংলা, হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা, রাষ্ট্র পরিচালনায় সংবিধান রচনা, সামরিক সরকার ও স্বৈরতন্ত্রের উৎখাত, ভোট-ভাতের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার সবকিছুতে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ।

একটি অবাধ নির্বাচনের ব্যবস্থাও করেছিল আওয়ামী লীগ। কিন্তু সেই ব্যবস্থার ফাঁক ফোঁকর ব্যবহার করে একটি পক্ষ কলুষিত করেছে।

মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ বারে বারে বাধাগ্রস্ত হয়েছে ডানপন্থি মতবাদের অশুভ সমঝোতার মাধ্যমে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সব অশুভ শক্তি মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রপন্থা আজ লাগবের পথে।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি হত্যা-ক্যু-অপরাজনীতির পথ বন্ধ হয়ে সঠিক গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।

শুক্রবার (২৩ জুন) নগরীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ছাবের আহমেদ সওদাগরের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা, যুবনেতা রাশেদ চৌধুরীর পরিচালনায় এ সময় বক্তব্য দেন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফারহানা জাবেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, মহানগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, আওয়ামী লীগ নেতা হাবিব উল্লাহ ভাস্কর, মো. সাইফুল ইসলাম, মহানগর যুবলীগ নেতা এমএ হাশেম আফগানি বাবু, জহির উদ্দিন সুমন, নগর ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, ডা. আবদুল মান্নান, মোস্তফা কামাল, মো. জাবেদ, আনিসুর রহমান মামুন, মো. রফিক, মো. ফয়েজ খান, যুব মহিলা লীগ সদস্যসচিব শাহীন আক্তার রানি, টিটু তালুকদার, মো. বেলাল, মো. আরিফ প্রমুখ।

সভাশেষে দেশ, জাতি, সরকারের মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি তুলে দেন প্রধান অতিথি ফরিদ মাহমুদ, কাউন্সিলর মো. ছাবের আহমেদ সওদাগর, ফারহানা জাবেদ প্রমুখ।        

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।