ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছিনতাইয়ের চেষ্টাকালে ৩, প্রস্তুতির সময় ধরা ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
ছিনতাইয়ের চেষ্টাকালে ৩, প্রস্তুতির সময় ধরা ২ ছিনতাইয়ের চেষ্টাকালে ৩, প্রস্তুতির সময় ধরা ২। ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজ

চট্টগ্রাম: ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে তিন এবং প্রস্তুতির সময় দুই ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

এদের মধ্যে আগ্রাবাদ এক্সেস রোডের গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারের সামনে এক পথচারীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে এবং শেখ মুজিব রোডের রেডিও অফিসের সামনে থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামিরা হল, মো. ইয়াছিন (৪২), আব্দুর রহিম (২৬), মো. হৃদয় (২০), মো. বাবুল (২০) ও মো. আল আমিন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘মহানগর গোয়েন্দ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি বন্দর ও পশ্চিম) মো. মারুফ হোসেনের নির্দেশনায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) এএএম হুমায়ুন কবীর এবং এসি ডিবি (পশ্চিম) মঈনুল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ডিবির বিশেষ একটি টিম ২২ ও ২৩ তারিখ পৃথক দুটি অভিযান চালিয়ে এই পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতার পাঁচ ছিনতাইকারীর বিরুদ্ধে নগরীর হালিশহর ও ডবলমুরিং থানায় পৃথক দুটি ‍মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।