ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরজুড়ে ঈদ জামাতের প্রস্তুতি চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
নগরজুড়ে ঈদ জামাতের প্রস্তুতি চলছে ঈদ (ছবি: প্রতীকী)

চট্টগ্রাম: নগরীর দু’শতাধিক স্থানে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের জামাত। প্রচণ্ড রোদ কিংবা ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে সুষ্ঠু-সুন্দরভাবে ঈদ জামাত করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটিসহ বিভিন্ন সংস্থা।

চসিকের তত্ত্বাবধানে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্ মাঠে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায় ।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন ঢাকা হাইকোর্ট মাজার জামে মসজিদের সাবেক খতিব ও ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহর সিনিয়র পেশ ইমাম হজরতুল আলামা মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী।

বাকলিয়া চট্টগ্রাম সিটি করপোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল আটটায়, লালদীঘি শাহি জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল আটটা ১০ মিনিটে, জালালাবাদ আরেফিননগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল সোয়া আটটায়।

এ ছাড়া চসিকের তত্ত্বাবধানে হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ ময়দান, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদে, মা আয়েশা সিদ্দিকা চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামসংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত ও অন্যান্য ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

যেসব জায়গায় ঈদ জামাত হবে:

হজরত শেখ ফরিদ (র.) চশমা চসিক জামে মসজিদ ঈদগাহ ময়দান, হজরত খাজা মুফতি গরিবুল্লাহ শাহ্ (র.) মাজারসংলগ্ন ঈদগাহ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, চট্টগ্রাম শাহি জামে মসজিদ, কোরবানিগঞ্জ জামে মসজিদ, বলুয়ারদীঘির পূর্ব পাড়, চট্টগ্রাম সিটি করপোরেশন সুগন্ধা জামে মসজিদ, খোশাল শাহ্ ঈদগাহ ময়দান, ফতেয়াবাদ ঈদগাহ ময়দান, শেরশাহ কলোনি প্রধান ঈদগাহ ময়দান, বদর পীর ঈদগাহ ময়দান, হজরত সুলতান বায়েজিদ বোস্তামি (র.) দরগাহ মসজিদ ময়দান, বায়েজিদ বোস্তামি (র.) মাজার মসজিদ, বালুছড়া মসজিদ ঈদগাহ ময়দান, কুলগাঁও সিটি করপোরেশন স্কুল ও কলেজ ময়দান, পাঁচলাইশ সিটি করপোরেশন বালিকা বিদ্যালয় মাঠ, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া মাইজ্যাবিবি শাহি জামে মসজিদ ময়দান, ওয়াজেদিয়া হাইস্কুল মাঠ, সৈয়দনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, হাজির পুল বায়তুল নুর জামে মসজিদ ঈদগাহ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনি ময়দান, নুরজ্জমান নাজির বাড়ি জামে মসজিদ, বায়তুল ইকরাম জামে মসজিদ, আল আমিন বারীয়া মাদ্রাসা ময়দান, আজম জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয় মাঠ, তৈয়বিয়া জামে মসজিদ, কাদেরিয়া জামে মসজিদ, পূর্ব ষোলশহর গাজী শাহ জামে মসজিদ ময়দান, গাজী জামে মসজিদ মাইজপাড়া, আমিন কলোনি জুট মিলস মসজিদ, জাঙ্গালপাড়া শাহি জামে মসজিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা জামে মসজিদ, খতিবের হাট জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ শাহি জামে মসজিদ, বিবিরহাট ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দান, মাদানি শাহ মসজিদ,  নাসিরাবাদ সরকারি স্কুল ময়দান, মোহাম্মদপুর মুরাদপুর চত্ত্বর, মুরাদপুরস্থ বিশ্বরোড চত্ত্বর, ভেলুয়ারদীঘি শাহি জামে মসজিদ ঈদগাহ ময়দান, পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ মাঠ, ইস্পাহানি জামে মসজিদ, নেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, কালুরঘাট ইস্পাহানী জুট মিল জুমা মসজিদ ময়দান, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ ময়দান, উত্তর কাট্টলী বিশ্বাসপাড়া জামে মসজিদ, সাগরিকা কেন্দ্রীয় জামে মসজিদ, বি-ব্লক বায়তুল আজিম জামে মসজিদের পার্শ্বে এক্স ক্লাব ময়দান, ছদু চৌধুরী বাড়ি জামে মসজিদ, মোসেন চৌধুরী বাড়ি জামে মসজিদ, থানা ময়দান ঈদগাহ, পিএইচ আমিন একাডেমি স্কুল ময়দান ফইল্যাতলী বাজার, সরদার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, ওমর গণি এমইএস কলেজ ময়দান, ওয়ার্লেস কলোনি পুরাতন জামে মসজিদ, চানমারী রোডস্থ কাঁচাবাজার প্রধান ঈদ জামাত।

ঈদ জামাত হবে মেহেদিবাগ সিডিএ কলোনি জুমা মসজিদ, রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দান, প্যারেড ময়দান, পূর্ব নাসিরাবাদ বিল্পব উদ্যান জামে মসজিদ, দেওয়ান বাজার সিঅ্যান্ডবি কলোনি জামে মসজিদ ঈদগাহ ময়দান, মেডিকেল কলেজ মসজিদ ময়দান, দারুল উলুম আলিয়া মাদ্রাসা ময়দান, সুজারমা জামে মসজিদ, চেয়ারম্যান ঘাটা, বায়তুল মামুর জামে মসজিদ, মোজাহেরুল উলুম মাদ্রাসা ময়দান, মিয়াখান নগর, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান, আবদুল লতিফ হাট, মিয়াখান সদর মসজিদ, বেলাখান সদর মসজিদ, মিয়াখান নগর, আতরজান জামে মসজিদ, ঘাটফরহাদবেগ, নুর মোহাম্মদ সওদাগর মসজিদ ইসহাকের পোল, চারতলা জামে মসজিদ, লালু মাঝির বাড়ি কোরবাণীগঞ্জ, মোমবাতিগলিস্থ এয়াকুব আলী সওদাগর জামে মসজিদ, ফকির মোহাম্মদ জামে মসজিদ, মাছুয়া ঝর্না লেন, রুমঘাটা জামে মসজিদ, খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদ, কাজী সৈয়দ জামে মসজিদ, সাব এরিয়া, এনায়েত বাজার জামে মসজিদ, রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদ, রহমতগঞ্জ বাংলা কলেজ মাঠ (শিশুবাগ), খান শাহ মসজিদ বায়তুল সড়ক জুমা মসজিদ ময়দান, জুনশাহ জামে মসজিদ, ঈদগাহ কারবালার ময়দান, কাশেম ভাণ্ডারী জামে মসজিদ, উত্তর হালিশহর হাউজিং বায়তুল আজিম কমপ্লেক্স ময়দান, বেপারিপাড়া ঈদগাহ ময়দান (আলপনা কমিউনিটি সেন্টারের পাশে), আগ্রাবাদ সরকারি কমার্স কলেজ চত্ত্বর, খান সাহেব আবদুল হাকিম মিয়া মসজিদ, মনছুরাবাদ, মাদারবাড়ি জামে মসজিদ, মাদারবাড়ি পাম্প হাউস জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার চসিক জামে মসজিদ, সদরঘাট মনোহরখালী বন্দর কলোনি ময়দান, সিডিএ আগ্রাবাদ আঞ্চলিক এলাকা ময়দান, উত্তর নালাপাড়া সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, ফকিরহাট শেখ লতিফ চৌধুরী জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ ময়দান, কলেজিয়েট হাইস্কুল ময়দান, হজরত শাহসুফি আমানত (র.) মসজিদ ময়দান, মাঝিরঘাট শাহ বিবি মসজিদ, সুফি সোবহান সওদাগর জামে মসজিদ ময়দান, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, ব্রিকফিল্ড রোড, সিঅ্যান্ডবি, পাথরঘাটা মধু বেপারি জামে মসজিদ, নজুমিয়া লেন, ছজওয়ার খান পেশকার জামে মসজিদ, ইকবাল রোড, খাতুনগঞ্জ জামে মসজিদ ময়দান, ফিরিঙ্গি বাজার জামে মসজিদ, সফরনেছা মসজিদ হালিশহর মুনিরনগর, চাক্তাই নয়া মসজিদ, সুলতান আহমদ জামে মসজিদ চত্ত্বর, শমসের খান ওয়াকফ মসজিদ ঈদ জামাত ময়দান খাতুনগঞ্জ, হযরত মুহাম্মদ আলী শাহ্ (র.) কমেপ্লেক্স জামে মসজিদ, পূর্ব হোসেন আহমদ পাড়া, উত্তর পতেঙ্গা, খিজির (আ.) জামে মসজিদসংলগ্ন পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠ, হালিশহর বেগমজান হাই স্কুল মাঠ, দক্ষিণ পতেঙ্গা ওমর ফারুক জুমা মসজিদ ঈদগাহ ময়দান, কাটাখালী আলিশাহ মসজিদ, শেখ আহমদ আলী ফকির বাড়ি মসজিদ, উত্তর পতেঙ্গা হোসেন আহমদ পাড়া জামে মসজিদ, পশ্চিম ফিরোজশাহ ঈদগাহ ময়দান, নুরানি জামে মসজিদ, দক্ষিণ কাট্টলী হামজা চৌধুরী বাড়ি জামে মসজিদ, হাজি চান্দগাজী জামে মসজিদ আবদুল লতিফ হাট, কাপাসগোলা সিটি করপোরেশন স্কুল ও কলেজ মাঠ, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা, হালিশহর জরিনা মফজল সিটি করপোরেশন কলেজ ময়দান, চট্টেশ্বরী গায়েবি মসজিদ, আমানত খান সড়ক, পাঠানটুলী, জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয়, হজরত টাকশাহ মিয়া দরগাহ মসজিদসংলগ্ন সড়ক, পূর্ব বাকলিয়া গভর্মেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট, পাঠানটুলী আমীর হোসেন দোভাষ সড়ক চত্ত্বর, কালামিয়া বাজার মোর আলী বাপের (দ্বিতল) মসজিদ, হজরত মুঈনদ্দিন শাহ (র.) মাজার জামে মসজিদ, আলকরণ ১ নম্বর গলির বেলাল শাহ জামে মসজিদ কমিটির ঈদ জামাত, আলকরণ মোড়, আলকরণ মসজিদ-এ-বায়তুর রহমত, আলকরণ রোড, আবেদীন কলোনি জামে মসজিদ ঈদগাহ, মদিনা বাজার, ডিসি রোড, পশ্চিম বাকলিয়া, বায়তুশ শরফ ধনিয়ালাপাড়া, ডিটি রোড, পাঁচলাইশ ওয়ার্ডস্থ নব-নির্মিত ইব্রাহিম জামে মসজিদ ঈদগাহ ময়দান, চৌধুরী জামে মসজিদ, লোহার পোল, সরাইপাড়া, গ্রীনভিউ আবাসিক এলাকা জামে মসজিদ, হাজি গোলাম কাদের চৌধুরী জামে মসজিদ, হজরত মোহাম্মদ আলী শাহ্ (রা.) জামে মসজিদ, বারেকনগর জামে মসজিদ, জাকির কন্ট্রা. জামে মসজিদ, খেজুরতলা বায়তুর মামুর জামে মসজিদ, হাজি চান্দমিঞা মসজিদ, হাজি পাড়া, পাঁচলাইশ, জহুর হকার্স মার্কেট সিটি করপোরেশন জামে মসজিদ, জেএম সেন স্কুল অ্যান্ড কলেজ মাঠ, ফিরিঙ্গিবাজার, মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, নূরনগর, নতুন মনসুরাবাদ জামে মসজিদ, উত্তর কাট্টলী, মো. হোসেন চৌধুরী বাড়ি জামে মসজিদ, হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদ, কাজীর দীঘি জামে মসজিদ, বিডিআর মাঠ, হালিশহর আর্টিলারি রোড, নূর ইসহাক হোসাইনিয়া জামে মসজিদ, মধ্যম শহীদনগর, অক্সিজেন, জেএম সেন স্কুল অ্যান্ড কলেজ মাঠ, হজরত হামজা খাঁ (র.) জামে মসজিদ, সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামসংলগ্ন মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ, আল আমিন শাহি জামে মসজিদ, স্টেডিয়াম শাহি জামে মসজিদ, এবাদুল্লাহ পণ্ডিত মসজিদ, তালেবিয়া শাহি জামে মসজিদ ও হজরত ওয়াস কুরুনী মসজিদ।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জুন ২২, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।