ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাত দিন পর অপহৃত শিশু উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুন ২২, ২০১৭
সাত দিন পর অপহৃত শিশু উদ্ধার সাত দিন পর অপহৃত শিশু উদ্ধার

কক্সবাজার: টেকনাফে সাত দিন পর সাইফুল ইসলাম নামের এক অপহৃত শিশুকে পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুন) ভোর রাতে হোয়াইক্যং ইউনিয়নের আমতলী চাকমাপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সাইফুল ইসলাম রানা (৮) হোয়াইক্যং ইউনিয়নের দক্ষিণ কাঞ্জরপাড়ার মোস্তাক আহমদের ছেলে।

এ ঘটনার জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানায়, পাঁচ দিন আগে অপহৃত শিশু সাইফুল ইসলামের বাবা বাদী হয়ে তার মেয়ের জামাই মমতাজ মিয়াকে অভিযুক্ত করে টেকনাফ মডেল থানায় একটি মামলা করেন।

পরে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মমতাজকে আটক করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল ইসলামকে অপহরণ করার কথা স্বীকার করেন মমতাজ। এরপর তাকে নিয়ে বৃহস্পতিবার ভোরে সাইফুলকে উদ্ধার করা হয়। মমতাজ হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকার খুইল্ল্যা মিয়ার ছেলে।

অহরণের শিকার ওই শিশুর পরিবার জানায়, গত ১৪ জুন সকালে কৌশলে সাইফুল ইসলাম রানাকে অপহরণ করা হয়। পরে মোবাইল ফোনের মাধ্যমে তার বাবা ও ভাইয়ের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিলেন মমতাজ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বলেন, অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে। সে সুস্থ রয়েছে।   এ ঘটনায় সাইফুলের বাবা মোস্তাক বাদী হয়ে মমতাজ মিয়াকে প্রধান আসামি করে থানায় একটি মামলা করেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুন ২২, ২০১৭

টিটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।