ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যাগ টানে তরুণীর মৃত্যু, ছিনতাইকারী রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জুন ২২, ২০১৭
ব্যাগ টানে তরুণীর মৃত্যু, ছিনতাইকারী রিমান্ডে গ্রেফতার ছিনতাইকারী

চট্টগ্রাম: চলন্ত রিকশায় ব্যাগ টান দেওয়ায় পড়ে গিয়ে তরুণীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া এরশাদকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে নিতে পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২২ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমান এই আদেশ দিয়েছেন।  

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলানিউজকে বলেন, তরুণীর মৃত্যুতে চকবাজার থানায় দায়ের হওয়া মামলায় এরশাদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল।

  আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর লাভ লেইনে আবেদিন কলোনির পাশে ভাড়া বাসা থেকে এরশাদকে আটক করা হয়।

   

গত ১৩ জুন সন্ধ্যায় নগরীর চকবাজার থানার জামালখানে আইডিয়াল স্কুলের সামনে চলন্ত রিকশায় শিরিন আক্তারের ব্যাগ টান দেয় মোটরসাইকেলে থাকা ছিনতাইকারী।   এতে শিরিন পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান।   ছয়দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৯ জুন মারা যান শিরিন।

ছিনতাইয়ের ঘটনায় শিরিনের ভাই সৈয়দুল আলম বাদি হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।     

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুন ২২, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।