ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্যাদূর্গত ৬৫০ পরিবারে জেলা পরিষদের ত্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুন ২১, ২০১৭
বন্যাদূর্গত ৬৫০ পরিবারে জেলা পরিষদের ত্রাণ বন্যাদূর্গত ৬৫০ পরিবারে জেলা পরিষদের ত্রাণ

চট্টগ্রাম: লাগাতার বর্ষণ, পাহাড়ি ঢল ও ঘুর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত রাউজান ও রাঙ্গনিয়ার ৬৫০ পরিবারের ত্রাণ বিতরণ করেছে জেলা পরিষদ।

বুধবার (২১ জুন) জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী আব্দুল ওহাব ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, সয়াবিন তৈল, পিঁয়াজ, আলু, লবন, দিয়াশলাই বিতরণ করেন।

এসময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক রঞ্জন অধিকারী, জেলা পরিষদের সদস্য কামরুল ইসলাম চৌধুরী, দিলোয়ারা ইউসুফ, সিনিয়র প্রকৌশলী মো. আনিসুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রথীন্দ্রনাথ সেন, সবুজ কুমার বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ২১, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।