ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুর্নীতি মামলায় কাস্টমসের দুই কর্মকর্তা ‍কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১৭
দুর্নীতি মামলায় কাস্টমসের দুই কর্মকর্তা ‍কারাগারে

চট্টগ্রাম: পণ্যের দাম কম দেখিয়ে রাজস্ব কম নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় চট্টগ্রাম কাস্টমসের দুই রাজস্ব কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  এরা হলেন, পি বি ‍পাল ও সাইফুর রহমান।

বুধবার (২১ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো.শাহে নূর এই আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাবলু বাংলানিউজকে জানান, গত ২৬ এপ্রিল নগরীর বন্দর থানায় পি বি পালের বিরুদ্ধে তিনটি এবং সাইফুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।

 

ওই মামলায় তারা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন।   ‍জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দিয়েছিল হাইকোর্ট।

মেয়াদ শেষে সোমবার উভয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।   আদালত বুধবার শুনানির দিন ধার্য করেছিলেন।   শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর ‍আদেশ দেন।

আদালতে আসামির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ২১, ২০১৭

আরডিজি/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।