ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্যাদুর্গতদের পাশে থাকবে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১৭
বন্যাদুর্গতদের পাশে থাকবে পুলিশ কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়

কক্সবাজার: ‘দুর্যোগ কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াবে বাংলাদেশ পুলিশ। অতীতে দুর্যোগের সময়ও ক্ষতিগ্রস্থ ‍মানুষের পাশে ছিল পুলিশ। যা এখনো অব্যাহত রয়েছে। পুলিশ জনগণের বন্ধু হয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে এসেছে। পুলিশ ইফতার মাহফিল বাতিল করে অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে মানুষের পাশে দাঁড়িয়েছে। ’

বুধবার (২১ জুন) দুপুর ২টায় পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকায় ত্রাণ বিতরণের সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান এসব কথা বলেন।  পশ্চিম গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মনিরুজ্জামান বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব। সব ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে।

 তবে দীর্ঘদিন ধরে বেড়িবাঁধ না থাকায় প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে এখানকার মানুষ।  তাই উর্ধ্বতন কর্তৃপক্ষ এটিও সংস্কারের উদ্যোগ নিবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার আফছারুল কবির টুটুল, সদর সার্কেলের এএসপি রুহুল কুদ্দুছ, চকরিয়া সার্কেলের এএসপি কাজী মতিউল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সারওয়ার কাবেরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. খায়রুজ্জামান, স্থানীয় চেয়ারম্যান রফিক আহমদ, এএসআই আহসান মোর্শেদ, মাঈনুদ্দীন, পেয়ার উদ্দীন, ইসলামাবাদ আওয়ামী লীগ সেক্রেটারি সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা নুরুল হাকিম নুকী, জেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, ছাত্রনেতা ওমর ফারুক জয়, মেম্বার আলা উদ্দীন, দুখু মিয়া, মোহাম্মদ আলম, লুৎফুর রহমান লুতুসহ পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এসময় পোকখালী গোমাতলী এলাকার পাঁচ শতাধিক বন্যাদুর্গত মানুষের কাছে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ৬৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১৭

টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।