ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে চলছে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জুন ২১, ২০১৭
অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে চলছে ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম: ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানি ইত্যাদি বন্ধে নগরীর একে খান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ ও নাইমা ইসলামের নেতৃত্বে বুধবার (২১ জুন) বেলা সাড়ে ১১টা থেকে অলংকার মোড়ের বাসস্ট্যান্ডে এই আদালত পরিচালনা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ বাংলানিউজকে বলেন, অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি বন্ধে এই আদালত পরিচালনা করা হচ্ছে।

আদালত পরিচালনাকালে আমরা এসব বিষয় দেখবো।

এদিকে  নগরীর বিসিক শিল্পাঞ্চলে আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার ও তাহমিদা আক্তার।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুন ২১, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad