ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিকদের আবাসন প্রকল্পে নিরবচ্ছিন্ন পানি দেবে ওয়াসা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, জুন ২০, ২০১৭
সাংবাদিকদের আবাসন প্রকল্পে নিরবচ্ছিন্ন পানি দেবে ওয়াসা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহর সাথে চট্টগ্রাম সাংবাদিক কো-আপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের নেতাদের মতবিনিময় সভা

চট্টগ্রাম: শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় নিরবচ্ছিন্ন পানি সরবরাহ দিতে চট্টগ্রাম ওয়াসা নতুন প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছে। প্রকল্প গ্রহণে সম্ভাব্যতা যাচাইয়ের জন্যে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৗশলী মাকসুদ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে ওয়াসা ভবনে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম  ফজলুল্লাহর সাথে চট্টগ্রাম সাংবাদিক কো-আপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের নেতাদের মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন।

এ সময় শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে ওয়াসার নিজম্ব অর্থায়নে পানির রিজার্ভ ট্যাংক, পাইপলাইন স্থাপনসহ নিরবচ্ছিন্ন পানি সরবরাহে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।

তিনি দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ওয়াসার কর্মকর্তাদের নির্দেশ দেন।

বৈঠকে সাংবাদিক নেতারা চট্টগ্রামে পানি সররবাহ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এবং নতুন নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে নগরবাসীকে নিরবচ্ছিন্ন পানি সরবরাহের উদ্যোগ নেওয়ায় চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

 

সম্প্রতি পাহাড়ধসসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীতে পানি সরবরাহ ব্যবস্থায় ব্যঘাত ঘটায় দুঃখ প্রকাশ করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ি মাটির কারণে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। দৈনিক ৬ কোটি গ্যালন পানি উৎপাদন কম হচ্ছে।

তবে এ সমস্যা শিগগির সমাধান হবে বলেও তিনি সাংবাদিক নেতাদের আশ্বস্ত করেন।

ওয়াসার বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে ব্যবস্থাপনা পরিচালক জানান, চলমান প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রাম ওয়াসা ৬২ কোটি গ্যালন পানি উৎপাদন করতে পারবে। এর ফলে ২০৪০ সাল পর্যন্ত চট্টগ্রাম মহানগরী এলাকায় পানি সমস্যা আর থাকবে না।  

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান স্বপন মল্লিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম ওয়াসার বোর্ড মেম্বার তপন চক্রবর্তী, হাউজিং সোসাইটির সেক্রেটারি হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, হাউজিং সোসাইটির কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমদ, পরিচালক মহসীন কাজী, মঞ্জুরুল আলম মঞ্জু।

মতবিনিময় সভা

চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির উদ্যোগে বুধবার (২১ জুন) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সোসাইটির সদস্যদের আবাসন সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এতে সোসাইটির সব সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুন ২০, ২০১৭

এআর/আইএসএ/টিসি      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।