ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে সংবাদকর্মীদের উদ্যোগ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জুন ২০, ২০১৭
দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে সংবাদকর্মীদের উদ্যোগ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সঙ্গে ভূমিধসে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়াতে মাঠে নামা তরুণ সংবাদকর্মীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম ও রাঙামাটিতে স্মরণকালের ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়াতে মাঠে নেমেছেন চট্টগ্রামের তরুণ সংবাদকর্মীরা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের হাতে সহায়তা তুলে দিতে তারা ত্রাণ সংগ্রহ করছেন।

সোমবার (১৯ জুন) নগরীর কাজির দেউড়ি এলাকায় অবস্থিত এস আলম টাওয়ার থেকে এই অর্থ সংগ্রহ শুরু হয়। দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও তারা ত্রাণ সংগ্রহে মাঠে রয়েছেন।

এই উদ্যোগটা তরুণরা নিলেও এর সঙ্গে আছেন চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকরা।

এই উদ্যোগে সবার সহযোগিতা ও অংশগ্রহণ আহ্বান করেছেন তরুণ সংবাদকর্মীরা।

অর্থসহ যেকোন সহযোগিতা করতে চাইলে নিম্মোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন তারা।

লতিফা রুনা-০১৭৩২৪৪৯১২৯

মোস্তফা ইউসুফ-০১৮২৭৪১৯৪৭৭

ফয়সাল করিম-০১৮১৭২০১৬২৪

পার্থ প্রতিম বিশ্বাস-০১৭৯৬২৪৩৭৩৭

আমিন মুন্না-০১৮১৩২১৫১৬৭ ও

রতন বড়ুয়া-০১৮১৬১০২৮৪৩

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ২০, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।