ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টিআইসিতে শব্দ নিয়ন্ত্রণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, জুন ২০, ২০১৭
টিআইসিতে শব্দ নিয়ন্ত্রণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাংবাদিক নিরুপম দাশগুপ্ত

চট্টগ্রাম: সাউন্ড সিস্টেম ব্যবসায়ী কল্যাণ সংস্থার দুই দিনব্যাপী শব্দ নিয়ন্ত্রণ প্রশিক্ষণ কর্মশালা সোমবার সম্পন্ন হয়েছে। নগরীর থিয়েটার ইনিস্টিটিউটে (টিআইসি) এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি নিরুপম দাশগুপ্ত। সংস্থার সভাপতি কাজী রবিউল হোসেনের সভাপতিত্বে এতে সংস্থার সাধারণ সম্পাদক টিসু পালিত, দুই বিশিষ্ট সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ ও মঈন উদ্দিন রাশেদ, চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার সভাপতি প্রবীর দত্ত সাজু, কর্মশালার সমন্বয়ক রুবেল বড়ুয়া, মো. রায়হান, লিমন বড়ুয়া এবং রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

দুই দিনব্যাপী কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন সাউন্ড কোম্পানির মালিকসহ ৩৬ জন শিল্পী, কলা-কুশলী ও যন্ত্র শিল্পী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৪৩ ঘণ্টা, জুন ২০, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।