ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন হতে দেবো না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
‘খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন হতে দেবো না’ বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন

চট্টগ্রাম: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে আর কোনো নির্বাচন হতে দেবেন না মন্তব্য করে দলটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, একতরফা নির্বাচনের আওয়ামী লীগের খায়েশ এদেশের জনগণ আর পূরণ হতে দেবে না।

রোববার (১৮ জুন) রাঙ্গুনিয়ায় ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু, মাহবুবুর রহমান শামীমের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল তিনটায় কাজির দেউড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।  বক্তব্য দেন চাকসু ভিপি নাজিম উদ্দিন, দক্ষিণ জেলার এনামুল হক এনাম, উত্তর জেলার এমএ হালিম, অধ্যাপক ইউনুছ চৌধুরী, নুরুল আমিন, সেকান্দর চৌধুরী, নগর বিএনপির মো. আলী, এসএম সাইফুল আলম, হারুন জামান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, কামরুল ইসলাম, কাউন্সিলর হাশেম, কাউন্সিলর মাহাবুব, মোস্তাফিজুর রহমান, সবুক্তগীন ছিদ্দিকী মক্কী, ছাত্রদলের সাইফুর রহমান শপথ, সরওয়ার উদ্দিন সেলিম, বেলায়েত হোসেন বুলু, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, এইচএম রাশেদ, আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ, মামুনুর রশিদ মামুন, ওয়ার্ড বিএনপি নেতা এসএম মফিজউল্লাহ, সাইফুর রহমান বাবুল, শওকত আজম খাজা, আলাউদ্দিন আলী নূর, নবাব খান, নাজিম উদ্দিন, মঞ্জুরুল আলম, এমএ হালিম, সাব্বির আহমদ, হাবিবুর রহমান চৌধুরী, মো. তৈয়ব, মো. মহিউদ্দিন, মো. সালাউদ্দিন, সিহাব উদ্দিন মুবিন প্রমুখ।

আবুল হাশেম বক্কর বলেন, ক্ষমতার মোহে আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে। বাকশালের মন্ত্রে দীক্ষিত আওয়ামী লীগ স্বৈরাচারের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশের মানুষের নিরাপত্তা বলতে আর কিছুই বাকি রইল না। মহাসচিব পর্যায়ে হামলা করে আওয়ামী লীগ তাদের পুরোনো রূপে ফিরে গেছে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় বিএনপিকে বাদ দিয়ে আবারও কোনো নির্বাচনের চেষ্টা করা হলে এর পরিণাম শুভ হবে না।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুন ১৯, ২০১৭

এআর/টিসি      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।