ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোস ব্রাদার্সের রসমালাইয়ের ওপর তেলাপোকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
বোস ব্রাদার্সের রসমালাইয়ের ওপর তেলাপোকা সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে বোস ব্রাদার্সে অভিযান।

চট্টগ্রাম: মিষ্টি ও রসমালাইয়ের ওপর তেলাপোকা, মশা আর মাছি। বাসি মিষ্টি। অস্বাস্থ্যকর নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ। এসব দোষের কারণে নন্দনকাননের বোস ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জাহানারা ফেরদৌস বাংলানিউজকে জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও রোজাদারদের মাঝে ভেজালমুক্ত খাদ্যপণ্য বিক্রির বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে স্যানিটারি পরিদর্শকসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৭

এআর/টিসি      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।