ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কীর্তনীয়া শিল্পী হিমাংশু বিমল আর নেই

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
কীর্তনীয়া শিল্পী হিমাংশু বিমল আর নেই

চট্টগ্রাম: স্বনামধন্য কীর্তনীয়া শিল্পী ও কবিয়াল হিমাংশু বিমল বড়ুয়া (৮২) আর নেই। সোমবার (১৯ জুন) সকাল ১১টায় বাঁশখালী পৌরসদরের উত্তর জলদী ২নং ওয়ার্ডের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন তিনি।

হিমাংশু বিমল বৌদ্ধদের চিরায়ত শতাধিক বৌদ্ধ কীর্তনের রচয়িতা ও উত্তর জলদী ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার ছিলেন। মৃত্যুকালে ভাই, বোন, ভাইপোসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও জলদী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নীলরতন বড়ুয়ার জেঠা তিনি।

মঙ্গলবার (২০ জুন) দুপুর ১টায় তার নিজ গ্রামে শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।