[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৮ আষাঢ় ১৪২৫, ২২ জুন ২০১৮

bangla news

ঈদে অতিরিক্ত ভাড়া ও হয়রানি বন্ধে মোবাইল কোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৯ ১:৩৮:১৯ পিএম
ঈদে অতিরিক্ত ভাড়া ও হয়রানি বন্ধে মোবাইল কোর্ট। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈদে অতিরিক্ত ভাড়া ও হয়রানি বন্ধে মোবাইল কোর্ট। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি বন্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। সোমবার (১৯ জুন) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর দামপাড়া এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

তিনি বাংলানিউজকে জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি বন্ধে মোবাইল কোর্ট চলছে। কোন পরিবহনকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় না করতে দেওয়া হবে না।

অন্যদিকে, ঈদে পণ্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে নগরীর মিমি সুপার মার্কেটে অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামাদ সিকদার ও অনুপমা দাশ।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa