ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্যাদুর্গত এক হাজার পরিবারে জেলা পরিষদের ত্রাণ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
বন্যাদুর্গত এক হাজার পরিবারে জেলা পরিষদের ত্রাণ বন্যাদুর্গত এক হাজার পরিবারে জেলা পরিষদের ত্রাণ

চট্টগ্রাম: ভারীবর্ষণ, পাহাড়ি ঢল ও ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে চট্টগ্রাম জেলা পরিষদ।

রোববার (১৮ জুন) জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী আব্দুল ওহাব ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক রঞ্জন অধিকারী, জেলা পরিষদের সদস্য আবু আহমেদ, মো. জসিম উদ্দিন, শাহিদা আকতার জাহান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রকৌশলী রথীন্দ্রনাথ সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।