ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এসএসসিতে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এসএসসিতে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রাম: ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া ৫১৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখা।  রোববার (১৮ জুন) নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে তাদের সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, তোমরা যারা জিপিএ-৫ পেয়েছ, জীবনের প্রথম ধাপে সাফল্যের স্বাক্ষর রেখেছ।

 তোমাদের এই সাফল্যটা ধরে রাখতে হবে। জীবনে প্রথম ধাপে সাফল্য পাওয়ার পর কেউ যদি খেল হারিয়ে ফেলে তাহলে সর্বনাশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা বেগম রানু ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী জাফরউল্লাহ।  

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সভাপতি সাজ্জাত হোসেনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক পল্টন দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শিবুপ্রসাদ চৌধুরী।

আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এমরানুল হক, সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত বেলাল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আলী রেজা পিন্টু, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা এম মাহমুদুল করিম, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে রামিছা মালিহা কবির, জ্যোর্তিময়ী সরকার, সুমাইয়া বিনতে হোসাইন তাদের অনুভূতি জানান।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জুন ১৮, ২০১৭

আরডিজি/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।