ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উখিয়ায় রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
উখিয়ায় রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কক্সবাজার: উখিয়া উপজেলার বালুখালী থেকে মো. সেলিম (২৬) নামে এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার বালুখালীর তেলিপাড়া খাল থেকে হাত-পা বাধা ও গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত সেলিম কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের আলী আহমদের ছেলে।

কুতুপালং রোহিঙ্গা বস্তি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আবু ছিদ্দিক জানান, গত পাঁচদিন আগে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল তাকে তুলে নিয়ে যায়। এরপর রোববার তার লাশ পাওয়ার খবর পেয়েছি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের জানান, হাত-পা বাধা ও গলাকাটা অবস্থায় এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসি থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়ঃ ২১১০ ঘন্টা, জুন ১৮,২০১৭

টিটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।