ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গোপসাগর থেকে ১২ নাবিক উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
বঙ্গোপসাগর থেকে ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রাম: বহির্নোঙ্গরে দুই লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালে পতেঙ্গা এলাকায় এমভি পান্তর ও সিটি-২২ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে প্রান্তরের সামনের অংশ ফেটে ভেতরে পানি ঢুকতে থাকে। পরে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা নোঙর করা হয়।

খবর পেয়ে কোস্ট গার্ডের জাহাজ তানভীর ঘটনাস্থলে গিয়ে পান্তরের ১২ নাবিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উদ্ধারকৃতরা হলেন- মো. হাসিবুর রহমান (৩০), মো. শাহিন (২০), মো. আলামিন খান (২৫), মো. সাদ্দাম (২৮), মো. হাসান সিকদার (২২), মো. সাইফুল (২৮), মো. মনির (৩২), মো. নজরুল ইসলাম (৩৫), মো. রাশেদ (৩৪), মো. মনিরুল ইসলাম (২১), মো. শহিদুল (৩২), মোঃ তহিদুল শেখ (৪০)।

কোস্ট গার্ড পূর্ব জোন থেকে সংবাদ মাধ্যমে পাঠনো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৩ঘণ্টা, জুন ১৮, ২০১৭

এমইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।