ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘শাস্তি দেওয়া যায় না, অবরোধ করে বসে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
‘শাস্তি দেওয়া যায় না, অবরোধ করে বসে’ জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী

চট্টগ্রাম: জেলার বিভিন্ন উপজেলায় কর্মস্থলে চিকিৎসকরা অনুপস্থিত থাকছেন-কয়েকজন জনপ্রতিনিধির এমন অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেছেন, ‘শাস্তি দেওয়া যায় না, অবরোধ করে বসে।’

রোববার (১৮ জুন) সকালে সার্কিট হাউসে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় জনপ্রতিনিধিদের অভিযোগের জবাবে জেলা প্রশাসক এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘ডাক্তার অবাধ্য, ম্যাজিস্ট্রেট অবাধ্য, শাস্তি দেওয়া যায় না। দিলেই অবরোধ করে বসে।

এভাবে ডিপার্টমেন্ট জিতে যায়। ’

তিনি রাষ্ট্রের চেয়ে বিভিন্ন সংস্থার এভাবে শক্তিশালী হয়ে উঠাকে শুভ লক্ষণ নয় বলে মন্তব্য করেন।

সভায় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, তার উপজেলায় ৩০ জন চিকিৎসক থাকলেও কর্মস্থলে একজনকে পাওয়া যায় না।

কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আহসান উদ্দিন মুরাদও একই ধরনের অভিযোগ করেন।

তবে পরে বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মো. আজিজুর রহমান সিদ্দিকী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চাপের বিষয়টি সত্য নয় দাবি করে বলেন, ‘ঈদের পরেই আমি সংশ্লিষ্ট উপজেলাগুলোর জনপ্রতিনিধিদের নিয়ে বসব। সমস্যাগুলো সমাধানে করণীয় নির্ধারণ করে দেব। ’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, ‍কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আমিনুল হক চৌধুরী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ১৮, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।