ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মোহছেন আউলিয়ার মাজারে ভবন নির্মাণে মোস্তফা হাকিম

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
মোহছেন আউলিয়ার মাজারে ভবন নির্মাণে মোস্তফা হাকিম নতুন ভবনের উদ্বোধন করছেন মনজুর আলম

চট্টগ্রাম: আনোয়ারার শাহ মোহছেন আউলিয়ার মাজারে  মুসাফির খানা, দরগাহ ও রান্নাঘর নির্মাণ করেছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। রোববার দুপুরে ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত মুসাফির খানা, দরগাহ ও রান্নাঘরের উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক মেয়র মো. মনজুর আলম।

নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মনজুর আলম বলেন, শুধু মানবিক ও সামাজিক নয়, ধর্মীয় অবকাঠামো উন্নয়নেও  কাজ করে যাচ্ছে মোস্তফা হাকিম ফাউন্ডেশন। পাঁচতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলা নির্মার্ণের সম্পূর্ণ অর্থ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তহবিল থেকে দেওয়া হয়েছে।

এছাড়া ভবনটির গ্যাস, বিদ্যুৎ এবং পানির সমস্যাও সমাধান করা হয়।

এসময় মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মো. নিজামুল আলম, মো.সরোয়ার আলম, মো. ফারুক আজম, মো. সাইফুল আলম, মো.সাহিদুল আলম, মাওলানা ফজলুল করিম, জাবের আহমদ, এম আবু তাহের মিঞা, রফিকুল ইসলাম, হাফেজ আহমদ, মাওলানা মো. ইউনুচ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ঘণ্টা, জুন ১৮, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।