ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দোতলা বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
দোতলা বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে (বামে), নিহত আরাফাত হোসেন সায়েম

চট্টগ্রাম: পটিয়া উপজেলার মোজাফফরাবাদে বিআরটিসির দোতলা বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আরাফাত হোসেন সায়েম (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাকিব ও ফাহাদ নামের আরও দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রোববার (১৮ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের এসআই মো. মহিউদ্দিন জানান, নিহত সায়েম চন্দনাইশের কাঞ্চননগর মুরাদাবাদের জাফর চেয়ারম্যানের বাড়ির মাহবুবুল আলমের ছেলে।

তিনি উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। তিনি পটিয়া যাচ্ছিলেন বন্ধুদের নিয়ে।
  আহতদের প্রথমে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

দুর্ঘটনার জন্য দায়ী দোতলা বাসটি ( ঢাকা মেট্রো ব-১১-৬০৬৫) হাইওয়ে পুলিশ আটক করেছে জানিয়ে এসআই মহিউদ্দিন বলেন, নিহতের পরিবার এ ঘটনায় মামলা করবে না বলে জানিয়েছে।   

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৭

এআর/টিসি      

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।