ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় রক্ষার দাবিতে রোববার চট্টগ্রামে নাগরিক সমাবেশ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
পাহাড় রক্ষার দাবিতে রোববার চট্টগ্রামে নাগরিক সমাবেশ

চট্টগ্রাম: পাহাড় রক্ষা ও মানবিক বিপর্যয় ঠেকানোর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও নাগরিক সমাবেশ ডেকেছে তিনটি সংগঠন। 

রোববার (১৮ জুন) বিকেল সাড়ে তিনটায় নগরীর চেরাগি মোড়ে এই কর্মসূচি ‍পালনের কথা সংগঠনগুলোর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠন তিনটি হচ্ছে পিপলস ভয়েস, কারিতাস চট্টগ্রাম অঞ্চল ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।

কর্মসূচির সমন্বয়কারী পরিবেশ কর্মী শরীফ চৌহান বাংলানিউজকে বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে রাঙামাটি এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড়ধসে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।   এই বিপর্যয়ের জন্য একমাত্র দায়ী পাহাড় কেটে ফেলা।

  আমরা পাহাড় রক্ষার জন্য কর্মসূচি দিয়েছি।   সর্বস্তরের নাগরিকদের এই দাবিতে একাত্ম হওয়ার আহ্বান জানাচ্ছি।     

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১৭

আরডিজি/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।