ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পিকআপ-বাসের মুখোমুখী সংঘর্ষে আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
পিকআপ-বাসের মুখোমুখী সংঘর্ষে আহত ৭

কক্সবাজার: সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরগাহপাড়া এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে সাতটার দিকে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার দরগাহপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের জাফর আলমের ছেলে সৈয়দ নুর (২৬), রামুর খাওয়ারকুব এলাকার ইয়াকুব আলীর ছেলে আক্তার হোসেন (৪২), শহরের টেকপাড়ার জালাল উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (২৮), উখিয়ার পালংখালীর কফিল উদ্দিন (৩০), চকরিয়ার চুনু মিয়া (২৫) ও পিকআপ চালক নেছার উদ্দিন (৩০)।

আহত আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে পিকআপ চালক নেছারের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া জানান, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকআপের মুখোমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। আহতদের সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘন্টা, জুন ১৬, ২০১৭

টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।