ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিন বাজারে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, জুন ১০, ২০১৭
তিন বাজারে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে নগরীর তিনটি বাজারে অভিযানে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জুন) সকাল ১১টা থেকে থেকে নগরীর চকবাজার, ঝাউতলা বাজার ও ফিরিঙ্গিবাজারে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসনের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ বাংলানিউজকে বলেন, ‘রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য যাতে স্থিতিশীল দামে বিক্রি করা হয় তা নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে চকবাজার, নির্বাহী ম্যজিস্ট্রেট আবদুস সামাদ সিকদারের নেতৃত্বে ঝাউতলা বাজার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে’র নেতৃত্বে ফিরিঙ্গিবাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জুন ১০, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।