ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এতিমখানায় ইফতার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুন ৯, ২০১৭
এতিমখানায় ইফতার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রুপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান।

চট্টগ্রাম: নগরের লালদীঘি এলাকার হজরত শাহসুফি আমানত খান (র.) এর মাজার সংলগ্ন তনজিমুল মোছলেমিন এতিমখানায় এতিমদের সাথে ইফতার করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার নেতারা।

সংগঠন সভাপতি আমিনুল হক বাবুর সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রুপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান।

প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী।

চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রুপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি আসাদুর রহমান।

মহানগর যুগ্ম সম্পাদক সাজ্জাদ মাহমুদ রাসেলের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর শাখার সহ-সভাপতি আসাদুজ্জামান খান, হাজি আবু সিদ্দিক, মিজানুর রহমান মিজান, কৃষকের সন্তান পরিষদের আহ্বায়ক কামাল উদ্দিন,যুগ্ম সম্পাদক মো. দিদার হোসেন, সাংগঠনিক সম্পাদক বাপ্পি চৌধুরী, ইকবাল হোসেন জনি, হুমায়ুন মোর্শেদ সিদ্দিকী, আবদুল হালিম, আলী আশরাফ, শেখ ওয়ালিদ হাসান, ইসমাইল হোসেন শিমুল, রফিকুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে সব শ্রেণি পেশার মানুষকে এগিয়ে নিতে হবে। তাই এতিমদের পাশে দাঁড়াতে হবে বিত্তবানদের। তাদের কারিগরি প্রশিক্ষণ, হাতে-কলমে শিক্ষ‍া দিয়ে জনসম্পদে পরিণত করতে হবে। শুধু আর্থিক সাহায্যই যথেষ্ট নয়। যার যার সাধ্য অনুযায়ী সুপরামর্শ, ভালো ব্যবহার দিয়েও নানাভাবে অবহেলিত এসব শিশু-কিশোরদের সহযোগিতা করা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ০৯ , ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad