ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিয়ন্ত্রণ কক্ষে বসে মনিটরিং করছেন মেয়র নাছির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মে ২৯, ২০১৭
নিয়ন্ত্রণ কক্ষে বসে মনিটরিং করছেন মেয়র নাছির দামপাড়ায় চসিকের নিয়ন্ত্রণ কক্ষে বসে মনিটরিং করছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র শক্তিশালী আঘাত হানতে পারে এমন আশঙ্কায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) উপকূলীয় ওয়ার্ডগুলোতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (২৯ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলার পর মেয়র ছুটে আসেন দামপাড়ায় চসিকের নিয়ন্ত্রণ কক্ষে (০৩১-৬৩০৭৩৯,৬৩৩৬৪৯)।

এ সময় মেয়র বাংলানিউজকে বলেন, আবহাওয়া অধিদপ্তর ৭ নম্বর বিপদ সংকেত ঘোষণার পরপরই আমরা নিয়ন্ত্রণ কক্ষ খুলি।

উপকূলীয় ওয়ার্ডগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মাইকিং করি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে মেয়র বাংলানিউজকে বলেন, চসিকের প্রকৌশলীদের নিয়ে টিম, চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের সহযোগিতা দেওয়া হচ্ছে। যাতে ঘূর্ণিঝড়ের আগে  ও পরে লজিস্টিক সাপোর্ট, যন্ত্রপাতি, যানবাহন দিয়ে সর্বাত্মক সহযোগিতা করা যায়। এ ছাড়া চিঁড়া, গুড়, মোমবাতি, ম্যাচসহ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা হয়েছে।

মেয়র বলেন, চট্টগ্রামসহ বাংলাদেশকে ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাত এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।

ঘূর্ণিঝড় ‘মোরা’, চসিকের নিয়ন্ত্রণ কক্ষ চালু

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ২৮  মে, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।