ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঘূর্ণিঝড় ‘মোরা’, টেকনাফ স্থলবন্দরে ওঠা-নামা বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মে ২৯, ২০১৭
ঘূর্ণিঝড় ‘মোরা’, টেকনাফ স্থলবন্দরে ওঠা-নামা বন্ধ ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে টেকনাফ স্থলবন্দরে সব ধরনের মালামাল ওঠা-নামা বন্ধ রয়েছে।

কক্সবাজার:  ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে টেকনাফ স্থলবন্দরে সব ধরনের মালামাল ওঠা-নামা বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে অনেক ব্যবসায়ী। কারণ মজুদ করা মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইউনাইটেড ল্যান্ডপোর্ট টেকনাফ বন্দরের সহকারী মহাব্যবস্থাপক জমিস উদ্দীন চৌধুরী জানান, বিপদ সংকেত থাকায় সকাল থেকে বন্দরে মালামাল ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে টেকনাফ-সেন্ট মার্টিন রুটের সার্ভিস বোটের সভাপতি রশিদ আহমদ বলেন, এ রুটের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

ফলে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে পারেনি অনেক ব্যবসায়ী।

আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার স্টেশনের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, ঘূর্ণিঝড় ‘মোরা'র প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ ১৭৫৮ ঘন্টা, মে ২৯, ২০১৭

টিটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।