ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে মিছিল-সমাবেশ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মে ২৮, ২০১৭
গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে মিছিল-সমাবেশ

চট্টগ্রাম: ঈদের আগে গার্মেন্টসসহ সকল শ্রমিকদের বেতন বোনাস দেয়ার দাবিতে চট্টগ্রামে মিছিল সমাবেশ করেছে যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা।  সমাবেশ থেকে রমজান মাসে হোটেল শ্রমিক ছাটাই বন্ধের দাবি জানানো হয়েছে।

রোববার (২৮ মে) বিকেলে নগরীর সিনেমা প্যালেস থেকে মিছিল শুরু হয়ে আমতল হয়ে তিন পুলের মাথা এলাকায় গিয়ে শেষ হয়।

সেখানে সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছরই রমজান মাস আসলেই বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টগুলোতে শ্রমিক ছাটাইয়ের হিড়িক পড়ে যায়।

 হোটেলে কর্মরত বয়-বাবুর্চিসহ অন্য কর্মচারীরা চাকরিহীন হয়ে পড়ে।  পরিবারের সদস্যদের নিয়ে তারা অসহায় দিনযাপন করেন।

তারা বলেন, বিভিন্ন গার্মেন্টস মালিকরা শ্রমিকদের বেতন ও বোনাস বাকি রেখে দেয়। বেতন-বোনাসের দাবিতে তাদের মিছিল সমাবেশ ও অবরোধ করতে হয়।  ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস অবশ্যই পরিশোধ করতে হবে।

যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ৃয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, সাংগঠনিক সম্পাদক জাবেদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা রাশিদুল সামির, হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো শাহজাহান, শ্রমিক নেতা আবু হানিফ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ২৮, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।