ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘শাহাদাৎ হত্যার বিচার না হওয়া দু:খজনক’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ২৮, ২০১৭
‘শাহাদাৎ হত্যার বিচার না হওয়া দু:খজনক’

চট্টগ্রাম: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা শাহাদাৎ হোসেনকে হত্যায় শিবিরের জড়িত থাকার স্বীকারোক্তির পরও বিচার না হওয়া দু:খজনক বলে মন্তব্য করেছেন সংগঠনটির বর্তমান নেতারা।  যুদ্ধাপরাধীদের বিচারের মতো শাহাদাৎ হত্যার বিচারের দাবিতে আন্দোলন গড়ে তোলার উপর জোর দিয়েছেন তারা।

রোববার (২৮ মে) চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের কার্যালয়ে শাহাদাতের স্মরণসভা অনুষ্ঠিত হয়।   এ্যানি সেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক গোলাম সরোয়ার।

 অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য নাহিদ আল মোস্তফা।

সভায় বক্তারা বলেন, ১৯৮৪ সালের ২৮ মে চট্টগ্রাম কলেজ ছাত্র ইউনিয়নের সোহরাওয়ার্দী ছাত্রাবাস শাখার কোষাধ্যক্ষ ছাত্রনেতা শাহদাত হোসেনকে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা নৃশংসভাবে গলা কেটে হত্যা করে।

 হত্যাকান্ডের পরের দিন হত্যাকারী হারুন-উর-রশিদসহ আরো ৪ জন সহযোগী গ্রেফতার হয়।  

তারা বলেন, তৎকালীন স্বৈরশাসকের ছত্রছায়ায় বেড়ে ওঠা ঘাতক ছাত্রশিবির কর্মীরা ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকার করে রাজনৈতিক মতাদর্শিক বিরোধ থেকে শাহাদাতকে হত্যা করা হয়েছে। হত্যাকারীর এমন স্বীকারোক্তির পরও হত্যাকারীর বিচার হয়নি।  তার আত্মদান জাতির অন্ধকার মোচনের আন্দোলনের একটি অংশ।

তারা বলেন, শাহাদাত হত্যার বিচার অবশ্যই আদায় করতে হবে।   যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশব্যাপী যেভাবে আন্দোলন ছড়িয়ে দেয়া হয়েছিল সেভাবে ছাত্র ইউনিয়নকে আন্দোলন গড়ে তুলতে হবে।  

স্মরণসভা শেষে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শাহাদাতের প্রতি শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মে ২৮, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।