ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে ৫টি অস্ত্রসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ২৮, ২০১৭
কক্সবাজারে ৫টি অস্ত্রসহ আটক ২ পোকখালীর পূর্ব গোমাতলী থেকে ৫টি অস্ত্রসহ ২ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

কক্সবাজার: সদর উপজেলার পোকখালীর পূর্ব গোমাতলী থেকে ৫টি অস্ত্রসহ ২ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২৮ মে) সকাল সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে এসব উদ্ধার করা হয়।

আসামিরা হলেন একই গ্রামের হাজি সোনা আলীর ছেলে কলিম উল্লাহ (৪৮) ও মৃত অছিউর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (কাজল) (৪০)।
গোমাতলী এলাকায় কিছুসংখ্যক অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাতি, লবণচাষিদের কাছ থেকে চাঁদা আদায়, মাছের ঘের থেকে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব।

এরপর আসামি কলিম উল্লাহর বসতঘরের পেছনে খড়ের মধ্যে তল্লাশি চালিয়ে ৪টি একনলা বন্দুক (এসবিবিএল), ১টি এলজি, ২টি রাম দা এবং ৩টি কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের এবং কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ২৮, ২০১৭

টিটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।