ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ভেজাল রোধে ক্রেতাদেরও এগিয়ে আসতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ২৮, ২০১৭
‘ভেজাল রোধে ক্রেতাদেরও এগিয়ে আসতে হবে’ প্রশাসনের পাশাপাশি ভোক্তাদেরও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: ইফতারি পণ্যে পচা, বাসি ও ভেজাল রোধে জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি ভোক্তাদেরও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (২৮ মে) বিকেলে এমএ আজিজ স্টেডিয়ামের রোদেলা বিকেল রেস্তোরাঁয় ইফতার কিনতে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এ মন্তব্য করেন। মেয়র ফিরনি, হালিম, বিরিয়ানিসহ বেশ কয়েক পদের ইফতার কেনেন রোদেলা বিকেল থেকে।

এ সময় বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, একুশে টেলিভিশনের আবাসিক সম্পাদক রফিকুল বাহার, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, মেয়রের একান্ত সচিব রায়হান ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র ফিরনি, হালিম, বিরিয়ানিসহ বেশ কয়েক পদের ইফতার কেনেন রোদেলা বিকেল থেকে।                                             <div class=

" src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/220170528174906.jpg" style="margin-bottom:5px; margin-top:5px; width:100%" />

মেয়র বলেন, ফুটপাত দখল করে কাউকে ইফতারের পসরা নিয়ে বসতে দেওয়া হবে না। পচা, বাসি ও ভেজাল ইফতারসামগ্রী বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলা যাবে না। কঠোরভাবে আমরা নজরদারি করবো। প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পাশাপাশি সিটি করপোরেশনের একাধিক টিম বাজার মনিটরিং করছে।

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা সরকার কঠোরভাবে দমন করবে। ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রি, ভেজাল ইত্যাদি থেকে বিরত থাকতে হবে।

তিনি ভোক্তাদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করে অস্বাভাবিক কোনো কার্যক্রম, নকল, ভেজাল, পচা, বাসি ইফতার, প্রতারণা ইত্যাদি দেখলে সিটি করপোরেশনের হান্টিং নাম্বারে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

কাচঘেরা কিচেনে তৈরি হচ্ছে রোদেলা বিকেলের ইফতার

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ২৮  মে, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।