ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাবিয়া-রশিদিয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মে ২৭, ২০১৭
মাবিয়া-রশিদিয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ 

চট্টগ্রাম: রমজান মাস জুড়ে রোজাদার গরিব মুসলমানদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে মাবিয়া-রশিদিয়া ফাউন্ডেশন। মানবসেবার প্রত্যয়ে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি প্রতি বছরের ন্যায় এবছরও নগরীর ৪১টি ওয়ার্ডে এ ইফতার বিতরণ সামগ্রী বিতরণ করছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ মে) সকালে নগরীর নতুন চান্দগাঁও থানার সামনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুচ ছালাম।

এসময় সিডিএ চেয়ারম্যান বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

কারো একারপক্ষে বিশাল দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, পূর্ব ষোলশহর ওয়ার্ডের দীর্ঘদিনের জলবদ্ধতা সমস্যা নিরসনে চাক্তাই খালের মুখ হতে কালুরঘাট পর্যন্ত প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে রিভার ড্রাইভ রোড সম্প্রতি একনেকে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই প্রকল্পের কাজ শুরু হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে পূর্ব ষোলশহরবাসী জলবদ্ধতা কি তা ভুলে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিডিএ’র বোর্ড সদস্য কেবিএম শাহজাহান, মোহাম্মদ ইসহাক, মো. হোসেন, কুতুব উদ্দিন, হাফেজ আহাম্মদ,সাজ্জাদ আলী খান বাহাদুর, নজরুল ইসলাম, মোহাম্মদ আলমগীর মো. বখতেয়ার, সাইফুদ্দিন, নুরউদ্দীন, জামাল উদ্দিন, আলী বেলাল সাহেদ, হারুনুর রশিদ বাপ্পি, আবদুল্লাহ আল আহসান হিমেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ২৭, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।