ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাল ২৮, ৫০ টাকায় চিনি দিচ্ছে চট্টগ্রাম চেম্বার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মে ২৭, ২০১৭
চাল ২৮, ৫০ টাকায় চিনি দিচ্ছে চট্টগ্রাম চেম্বার চাল ২৮, ৫০ টাকায় চিনি দিচ্ছে চট্টগ্রাম চেম্বার

চট্টগ্রাম: ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

চেম্বারের ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম আগামী ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। প্রতি কেজি আতপ চাল ২৮ টাকা, সিদ্ধ চাল ২৮ টাকা এবং চিনি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

উদ্বোধনকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, সাধারণ মানুষ যাতে ভোগ্যপণ্য কিনতে পারে সেজন্য চেম্বার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ভর্তুকিমূল্যে বিক্রি করে আসছে। রমজানে মানুষ যাতে কাঙ্খিত পণ্য সহজে পায় সে বিষয়ে চেম্বার সচেষ্ট রয়েছে।

মাহবুবুল আলম সকল ক্রেতাদের সারা মাসের পণ্য এক সাথে না কিনে বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রেখে পণ্যমূল্য স্থিতিশীল রাখার আহবান জানান।

ভর্তুকিমূল্যে চাল ও চিনি বিক্রি কার্যক্রমের উদ্বোধন

চট্টগ্রাম তথা দেশের সকল ব্যবসায়ী শিল্প প্রতিষ্ঠান, কর্পোরেট হাউস এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনসহ সামর্থবানদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরণের উদ্যোগ গ্রহণের পাশাপাশি ধর্মীয় উৎসবগুলোকে সামনে রেখে উন্নত বিশ্বের মত বিশেষ মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষদের পাশে থাকার আহ্বান জানান।

এ সময় চেম্বার পরিচালক এ কে এম আকতার হোসেন, কামাল মোস্তফা চৌধুরী, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), এম এ মোতালেব, মো. জহুরুল আলম, মাহবুবুল হক চৌধুরী (বাবর), মোহাম্মদ হাবিবুল হক, সরওয়ার হাসান জামিল, এস এম শামসুদ্দিন, অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), মো. জাহেদুল হক উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১২ঘণ্টা, মে ২৭, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।