ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঘরের আসবাবপত্রের নিচে ‘মাদকের বাংকার’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ২৭, ২০১৭
ঘরের আসবাবপত্রের নিচে ‘মাদকের বাংকার’

চট্টগ্রাম: নগরীর পতেঙ্গায় জসিম উদ্দিন নামে এক মাদক বিক্রেতার পাকা ঘরের মেঝেতে গর্ত খুঁড়ে রাখা হয়েছিল বিদেশি মদ।  গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালান সেই ঘরে।  আসবাবপত্র সরিয়ে সেই গর্তের সন্ধান পায় এবং ১৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

শনিবার (২৭ মে) দুপুর ১টার দিকে পতেঙ্গার নাজির পাড়া এলাকায় জসিমের বাড়িতে অভিযান চালায় অধিদপ্তরের নগর শাখার সদস্যরা।   এসময় জসিমকেও আটক করা গেছে।

অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ বাংলানিউজকে বলেন, নিজ ঘরে বাংকারের মতো করে গর্ত খুঁড়ে রাখা হত মাদক।   সেই গর্ত থেকে বের করে ক্রেতার কাছে বিক্রি করত।

  বাসার অয়্যারড্রবের নিচে আমরা সেই গর্তের সন্ধান পেয়েছি।

আটক জসিমের বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান শামীম।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মে ২৭, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।