ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শতাধিক মানুষকে ‘শরবত’ পান করালো তরুণরা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মে ২৭, ২০১৭
শতাধিক মানুষকে ‘শরবত’ পান করালো তরুণরা শতাধিক মানুষকে ‘শরবত’ বিতরণ

চট্টগ্রাম: তীব্র গরমে সাধারণ তৃষ্ণাত্ব মানুষকে প্রশান্তি দেওয়ার লক্ষে নগরীর হিলভিউ আবাসিক এলাকায় উন্নুক্ত শরবত বিতরণ করেছেন একদল তরুণ। ওই তরুণরা হিলভিউ ক্লাব নামের একটি সংগঠনের সদস্য।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা প্রায় শতাধিক খেটেখাওয়া মানুষকে শরবত পান করান। তরুণদের এমন ভিন্নধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল শ্রেণি পেশার মানুষরা।

এই বিষয়ে  ক্লাবটির সহ-ক্রীড়া সম্পাদক মো. শাফকাত মির্জা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি।

মোহাম্মাদ  শাফকাত মির্জা, কাজি আশিকুল ইসলাম,  মোহাম্মদ পারভেস, সামির খান, ইমরান, মুন্না, রাকিবসহ আরও অনেকেই তীব্র গরম উপেক্ষা করে এই কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ২৭, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।