ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘মেধা মননের বিকাশে চিত্রাঙ্কন চর্চার বিকল্প নেই’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মে ২৭, ২০১৭
‘মেধা মননের বিকাশে চিত্রাঙ্কন চর্চার বিকল্প নেই’

চট্টগ্রাম: বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও শিশু কিশোর সংগঠন রং তুলি আসরের চেয়ারম্যান নুরুল আজিম হিরু বলেছেন, আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। শিশু কিশোরদের মেধা মননের বিকাশে চিত্রাঙ্কন চর্চার বিকল্প নেই।

শনিবার (২৭ মে) সকাল ১০টায় নগরীর সেন্ট প্লাসিডস স্কুল মিলনায়তনে খ্যাতিমান চিত্রশিল্পী শওকত জাহান পরিচালিত স্পেশাল আর্ট স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগীতার ফলাফল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আজিম হিরু বলেন, ‘কোমলমতি ছাত্র-ছাত্রীদের রং আর তুলির আঁচড়ে তাদের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকশিত হবে।

তিনি আর্ট স্কুলের উন্নয়নে তার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দেন।

আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, শিল্পী গুরুদাস, শিল্পী ওসমান গনি বাপ্পী, শিল্পী ডেইজী ও ব্যাংকার তানিমুন হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ২৭, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।