ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চার বাজারে মনিটরিং টিমের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, মে ২৭, ২০১৭
চার বাজারে মনিটরিং টিমের অভিযান

চট্টগ্রাম: রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে শনিবার (২৭ মে) নগরীর চারটি এলাকায় অভিযানে যাচ্ছে জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত বাজার মনিটরিং টিম।

এর মধ্যে একটি টিম নগরীর দুই নম্বর গেট এলাকায় অবস্থিত কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটে ও বহদ্দারহাট বাজারে এবং আরেকটি টিম পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান শুরু করবে।

প্রথমটির মনিটরিং টিমটি পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী।

অন্য টিমটি পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের স্টাফ অফিসার ইসতিয়াক আহমেদ জানান,  পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে নিয়মিত বাজার মনিটরিং টিম বিভিন্ন বাজারে পরিদর্শনে যাচ্ছেন।

এর অংশ হিসেবে দুটি টিম শনিবার বাজার পরিদর্শনে যাচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মে ২৭, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।