ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মদ ও জুয়ার আসর থেকে ১৭ জনকে গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মে ২৬, ২০১৭
মদ ও জুয়ার আসর থেকে ১৭ জনকে গ্রেফতার

চট্টগ্রাম: নগরীর আগ্রাবাদ এলাকার দুটি জুয়ার ও একটি মদের আসরে হানা দিয়ে নগর গোয়েন্দা পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৬ মে) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা) আকরামুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, এডিসি আকরামুল হোসেনের নেতৃত্বে অব্যাহত অভিযানের অংশ হিসেবে আমিসহ ইনস্পেক্টর (ডিবি) আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে তিনটি স্পটে অভিযান চালাই।

স্পটগুলো হচ্ছে আগ্রাবাদ বাস্তুহারা, ময়নার স্পট ও শেখ মুজিব সড়কের মধুবনের পেছনের জুয়ার আসর।

অভিযান কালে ৩০০ পিস ইয়াবাসহ ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগ্রাবাদ বাস্তুহারা এলাকার ৪০ ফুট লম্বা ও ২০ ফুট প্রশস্ত একটি টিনের ছাউনির জুয়ার ঘর আমরা গুঁড়িয়ে দিয়েছি।

আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের এবং তাদের আদালতে চালান দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান আসিফ মহিউদ্দিন।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৬ মে, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।