ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঈদ বোনাসের দাবিতে শিপব্রেকিং শ্রমিকদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ২৬, ২০১৭
ঈদ বোনাসের দাবিতে শিপব্রেকিং শ্রমিকদের মানববন্ধন ঈদ বোনাসের দাবিতে শিপব্রেকিং শ্রমিকদের মানববন্ধন

চট্টগ্রাম: ঈদ বোনাসের দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন করেছেন শিপব্রেকিং ইয়ার্ডের শ্রমিকেরা।

শুক্রবার (২৬ মে) বিকেলে উপজেলার মাদামবিবিরহাটে শিপব্রেকিং শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে শ্রমিকনেতারা বলেন, দু-একটি শিপব্রেকিং ইয়ার্ড ছাড়া বাকি ইয়ার্ডগুলোতে দুটি ঈদে বোনাস পান না শ্রমিকেরা।

কিন্তু অন্য সেক্টরের শ্রমিকরা ঠিকই দুই ঈদে বোনাস পায়।

আগামী ১৫ রমজানের মধ্যে সব শ্রমিকদের ঈদ বোনাস প্রদান এবং ইয়ার্ডে শ্রমিক নিয়োগে নিয়োগপত্র ও পরিচয়পত্র বাধ্যতামূলক করারও দাবি জানান শ্রমিকনেতারা।

অন্যথায় যেকোনো সময় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়।  

শিপব্রেকিং ইয়ার্ড শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি আবদুর রহিম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম, অর্থ সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আবু নুর মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ২৬ মে, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।