ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঝোপে মিলল মেছো বাঘের ছানা, জায়গা হলো চিড়িয়াখানায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১৭
ঝোপে মিলল মেছো বাঘের ছানা, জায়গা হলো চিড়িয়াখানায় মেছো বাগের ছানাদুটি

চট্টগ্রাম: আনোয়ারার পারকি বিচ এলাকার অদূরে।  সেখানে ঘন জঙল দূরে থাক, ঝোপঝাড়টাও অতো বেশি করে চোখে পড়ার মতো না।  সেখানেই পড়ে ছিল মেছো বাঘের ছানা দুটি।  ওই পথ ধরে হেঁটে যাওয়ার সময় আলম নামের এক ব্যক্তির দৃষ্টি পড়লো সেদিকে। পরে তিনি ছানাদুটিকে উদ্ধার করেন সেখান থেকে।

ঘটনাটি বৃহস্পতিবার (২৫ মে) দুপুর দুইটার।   আলম নামের ওই ব্যক্তি এই ছানা দুটি পাওয়ার পর স্থানীয় বারশত ইউনিয়নের চেয়ারম্যান কাইয়ুম শাহকে বিষয়টি ফোনে জানান।

  এসময় কাইয়ুম শাহ আলমকে বলেন, ‘তুমি এগুলো নিজের কাছে রাখলে বিপদে পড়বে।   কারণ আইনগতভাবে এগুলো রাখা অবৈধ।
  তাই তুমি এগুলো আমার কার্যালয়ে নিয়ে আসো। আমি দেখি প্রশাসনকে জানিয়ে কি করতে পারি। ’ পরে একইদিন সন্ধ্যায় আলম ছানা ‍দুটি চেয়ারম্যানের জিম্মায় দিয়ে যান।

কাইয়ুম শাহ বাংলানিউজকে বলেন, ‘আলম ছানা দুটি আমার জিম্মায় দিয়ে যাওয়ার পর আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি।   কিন্তু তারা ব্যস্ত থাকায় সাড়া না পেয়ে আমি ছানা দুটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিই-এবং এই বিষয়ে আমাকে সাহায্য করতে সবাইকে অনুরোধ করি।   সেই বার্তা দেখার পর মোরশেদুর রহমান নয়ন নামের এক তরুণ আমাকে চিড়িয়াখানার এক কর্মকর্তার সঙ্গে পরিচয় করিয়ে দেন।   সেই সূত্রে শুক্রবার সকালে আমি লোক দিয়ে ছানা দুটি চিড়িয়াখানায় পাঠিয়ে দিই। ’চিড়িয়াখানায় ছানা দুটির পরিচর্যা করছেন দুই কর্মকর্তা

এই চেয়ারম্যান আরও বলেন, ‘ছানাগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে ঘন জঙল ছিল না।   কিছুটা ঝোপঝাড়।  এগুলো কিভাবে এখানে আসলো বুঝছি না। কিন্তু এই ছানাগুলো যে ওই জায়গায় কয়েকদিন ধরে অবস্থান করছিল তা আশপাশের পরিস্থিতি দেখে বুঝা গেছে। ’

এ বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিধ্বনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোরশেদুর রহমান নয়ন বাংলানিউজকে বলেন, ‘ফেসবুকে কাইয়ুম শাহ ভাইয়ের লেখাটা দেখার পর আমি চিড়িয়াখানার এক্সিকিউটিভ কমিটির সদস্য সচিব রুহুল আমিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি।   পরে তার সঙ্গে কাইয়ুম শাহ ভাইয়ের যোগাযোগ করিয়ে দিই। ’শুয়ে আছে মেছো বাঘের ছানাদুটি

সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও চট্টগ্রাম চিড়িয়ানার এক্সিকিউটিভ কমিটির সদস্য সচিব রুহুল আমিন বাংলানিউজকে বলেন, ‘চেয়ারম্যান সাহেবের সঙ্গে যোগাযোগের পর দুপুর ১২টার দিকে ছানা দুটিকে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়।   ছানাদুটির বয়স দুই বা তিনদিন হবে।   ছানাদুটির এখনও চোখ ফোটেনি।   বিশেষভাবে তাদের দুধ খাওয়ানো হচ্ছে। ’

অভিজ্ঞতা থেকে রুহুল আমিন বাংলানিউজকে বলেন, ‘আমার মনে হচ্ছে খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে চলে আসা মেছো বাঘ ওই জায়গাতেই বাচ্চা দুটি প্রসব করে।   হয়তো লোকের ধাওয়া খেয়ে সে বাচ্চাদের হারিয়ে ফেলেছে, না হয় তাকে কেউ মেরে ফেলেছে।   আমার মনে হয় না কেউ এগুলো ফেলে গেছে। ’

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।