ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘বিদ্যুৎ নিয়ে বুক ফুলিয়ে বলতাম, এখন পারছি না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১৭
‘বিদ্যুৎ নিয়ে বুক ফুলিয়ে বলতাম, এখন পারছি না’ অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ অতিথিরা। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সারাদেশেই বিদ্যুতের খুব সংকট যাচ্ছে স্বীকার করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘মেঘনাঘাটে বৃষ্টির কারণে টাওয়ার ভেঙে পড়ায় ১৫০০ থেকে ১৭০০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাচ্ছিলাম ‍আমরা। এছাড়া মেকানিক্যাল কারণে বেশকিছু পাওয়ার পয়েন্ট বন্ধ হয়ে গেছে। 

এ কারণে পুরো দেশজুড়ে বিদ্যুতের খুব সংকট যাচ্ছে।   তবে শনিবার (২৭ মে) থেকে পরিস্থিতি ভালো হতে শুরু করবে।

 আশা করছি রমজানের মধ্যে এই সমস্যা আমরা কাটিয়ে উঠবো। ’

শুক্রবার (২৬ মে) সকালে নগরীর আগ্রাবাদে অবস্থিত বিদ্যুৎ ভবনে চারটি বিক্রয় ও বিতরণ বিভাগের প্রি-পেমেন্ট মিটারিং ভেন্ডিং স্টেশনের উদ্বোধন করতে এসে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শুধু প্রতিমন্ত্রী নন, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউসের মুখেও ছিল হতাশার সুর।  

ড. আহমদ কায়কাউস বলেন, ‘কিছুদিন আগে আমরা বিদ্যুতের বিষয়ে বুক ফুলিয়ে বলতাম।  কিন্তু আজ এখানে এসে তা বলতে পারছি না। এর দায়ভার আমাদেরই নিতে হবে।  কারণ সরকার প্রধান আমাদের দায়িত্ব দিয়েছেন। কিন্তু আমরা জনগণকে পুরোপুরি স্বস্তি দিতে পারছি না।   আমরা সচেতন হলে, কাজের গতি বেগবান করতে পারলে এই সমস্যা থাকতো না। ’

তিনি বলেন, তিন বছরের মধ্যে আমরা প্রি-পেমেন্ট মিটারিং সিস্টেম চালু করতে পারিনি। দেশে সবমিলিয়ে দুই কোটি ৪৬ লাখ গ্রাহক আছেন।  কিন্তু আমরা দিতে পারছি মাত্র ১০ লাখ গ্রাহককে।   আমরা অনেক পিছিয়ে আছি। ’

পরে প্রধান অতিথির বক্তব্যে প্রি-পেমেন্ট মিটারিং সিস্টেম চালুর বিষয়ে ‘কচ্ছপ গতি’ নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের (পিডিবি) ধুয়ে দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।