ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎ কর্মকর্তাদের ‘ধুয়ে দিলেন’ প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, মে ২৬, ২০১৭
বিদ্যুৎ কর্মকর্তাদের ‘ধুয়ে দিলেন’ প্রতিমন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: প্রি-পেমেন্ট মিটারিং সিস্টেম চালুর বিষয়ে ‘কচ্ছপ গতি’ নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের (পিডিবি) ধুয়ে দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (২৬ মে) সকালে চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত বিদ্যুৎ ভবনে চারটি বিক্রয় ও বিতরণ বিভাগের প্রি-পেমেন্ট মিটারিং ভেন্ডিং স্টেশনের উদ্বোধন করতে এসে পিডিবি কর্মকর্তাদের ওপর ক্ষোভ ঝাড়ার পর নসরুল হামিদ বললেন, ‘ইচ্ছে করে ক্যামেরার সামনে বললাম, যাতে আপনারা লজ্জ‍া পান। ’

প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পিডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘তিনবছরের মধ্যে সবখানে প্রি-পেমেন্ট মিটারিং সিস্টেম চালু করার জন্য বলা হয়েছিল।

 গত তিনবছর ধরে আপনাদের তা বলে আসছি।   কিন্তু আপনারা করেননি।
  তিন বছরে করতে পেরেছেন মাত্র এক লাখ।   অথচ গ্রাহক আছে সাত লাখ।   তার মানে আরও ছয় লাখ গ্রাহকের জন্য ছয় বছর লাগবে।  ততদিনে আবার আরও তিন লাখ গ্রাহক বাড়বে। ’বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

তিনি প্রি-পেমেন্ট মিটারিং সিস্টেম চালু না হওয়ার বিষয়ে পিডিবির কর্মকর্তাদের অনীহা আর অনিচ্ছাকে দায়ী করে বলেন, আপনারা লাগাতে চান না।   কারণ এতে সিস্টেম লস কমে যাবে। আপনাদের আয়ও কমে যাবে। ’

‘আমি আর এটা দেখতে চাই না। আগামী বছরের মার্চ মাসের মধ্যে সাত লাখ প্রি-পেমেন্ট মিটারিং সিস্টেম দেখতে চাই। ’

তিনি বলেন, আমি বারবার বলে আসছি এই বিষয়ে। এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা প্রধানমন্ত্রীর নির্দেশ। কিন্তু আপনারা গত তিনবছর ধরে আমাকে হারিকেন দেখিয়ে আসছেন।   এসব আর আমি দেখবো না। আগামী মাসেই কনসালটেন্ট নিয়োগ দেন।   কনসালটেন্ট তিন মাসের মধ্যে ডিজাইন করে দেবেন।  চট্টগ্রামে সাত লাখ গ্রাহক আছেন।   আমি আগামী বছরের মার্চের মধ্যেই সাত লাখ প্রি-পেমেন্ট মিটারিং সিস্টেম দেখতে চাই। ’

প্রি-পেমেন্ট মিটারিংয়ের মাধ্যমে গ্রাহকদের কার্ড সিস্টেমে বিদ্যুৎ বিক্রির কথা বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘৪০ হাজার গ্রাহককে সার্ভ করার জন্য এখন ১৪ জন লোক লাগে।   এর মধ্যে কেউ আসবে, কেউ যাবে টয়লেটে, কেউ ঘুরবে-স্বাভাবিকভাবে যা হয় আর কি।   তাই আমার কথা প্রি-পেমেন্ট মিটারিং সিস্টেমে বিদ্যুৎ বিক্রির বিষয়টি থার্ড পার্টির কাছে যাক।   কিন্তু তা আপনারা করবেন না।  দেশ হচ্ছে ডিজিটাল, আপনারা পড়ে আছেন ট্র্যাডিশনালে। আপনারা একের পর এক লোক নেবেন।   এই লোক নিয়োগ নিয়েও আবার চলে দুর্নীতি। ’প্রি-পেমেন্ট মিটারিং ভেন্ডিং স্টেশনের উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ সহ পিডিবি চট্টগ্রামের কর্মকর্তারা বক্তব্য দেন।

বক্তব্য শেষে চারটি বিক্রয় ও বিতরণ বিভাগের প্রি-পেমেন্ট মিটারিং ভেন্ডিং স্টেশনের উদ্বোধন করেন, পরে তিনি বিবিবি-আগ্রাবাদের প্রি-পেমেন্ট মিটারিং ভেন্ডিং স্টেশন ও বিবিবি-পাহাড়তলী প্রি-পেমেন্ট মিটারিং ভেন্ডিং স্টেশনের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মে ২৬, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।