ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাছের বাজারে ভিড়, মাংসের বাজারে ‘নিল’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, মে ২৬, ২০১৭
মাছের বাজারে ভিড়, মাংসের বাজারে ‘নিল’ মাছের বাজারে ভিড়। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: শুক্রবার (২৬ মে) সকাল ৮টা। স্থান নগরীর চকবাজারের কাঁচাবাজার। মাছের বাজারে যেখানে ক্রেতার ভিড়, সেখানে মাংসের দোকানে হাতেগোনা কয়েকজনের দেখা মিললো। তাও আবার মাংসের দাম জিজ্ঞেস করেই চলে যাচ্ছেন। এদিন সকাল ৯টায় বহদ্দারহাট কাঁচাবাজারেও একইচিত্র দেখা গেছে।

নগরীর বিভিন্ন কাঁচাবাজারে গরু, ছাগল ও মুরগির দাম তুলনামূলক বেশি হওয়ায় মাছের বাজারের দিকে ঝুঁকছেন ক্রেতারা। এদিকে মাছের পাশাপাশি সবজির দামও কমেছে।

তাই মাছ ও সবজির বাজারে ক্রেতাদের ভিড় দেখা গেছে।

গরুর মাংস কেজিতে ৬৫০ টাকা, খাসির মাংস ৭২০ ও দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৩০ টাকা পর্যন্ত।

অথচ সপ্তাহ আগেও গরু ও খাসির মাংসের দাম কেজিতে ৩০-৫০ টাকা কম ছিল। পাশাপাশি দেশি মুরগিও গত সপ্তাহে ৩৯০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়েছিল, যা এই সপ্তাহে ৩০-৪০ টাকা বেড়েছে। তাই মাংসের বাজারে ক্রেতাদের ভিড় নেই বললেই চলে। মাংসের দোকানে ক্রেতা নেই বললেই চলে

এদিকে রুই, কাতলা, চিংড়ি, মাগুর ও দেশীয় মাছের দাম গত সপ্তাহের তুলনায় কমেছে। রুই মাছ কেজিতে বিক্রি হচ্ছে ২২০ টাকা, তেলাপিয়া ১৫০-১৮০ টাকা, কাতলা আকারভেদে ৪৫০ টাকা, পাঙ্গাস ১৪০, লইট্টা ১২০, চিংড়ি (লাল) ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় মাগুর কেজিতে ১২০০ টাকা ও ফার্মের মাগুর কেজিতে ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

সবজির বাজারে প্রতি কেজি শসা ২৫ টাকা, মরিচ ৬০, ঝিঙ্গা ৩০, চিচিঙ্গা ৩৫, বরবটি ৪০, কাকরোল ২০ ও লতি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বহদ্দারহাট কাঁচাবাজারে মো.জসিম নামে এক ক্রেতা বাংলানিউজকে বলেন, ‘এ বছর কখন যে মাংস কিনেছি ভুলে গেছি। গরু, ছাগল ও দেশি মুরগির দাম দিন দিন বাড়ছেই। তাই যতবার বাজারে আসা হয় ততবারই মাছ ও সবজি কিনে বাসায় যাই। মাছ ও সবজির দাম কম আছে। ’সবজির দামও কমেছে

চকবাজার কাঁচাবাজারে সরকারি ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘মাংসের দাম এতো বেশি কেন, বুঝি না। আমার মনে হয় ইচ্ছা করেই মাংস ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে। সরকারের উচিত নিয়মিত বাজার মনিটরিং করা। ’

বহদ্দারহাটের মাংসের দোকানি রহিম বাংলানিউজকে বলেন, ‘কিছু করার নেই, গরু ও ছাগল বেশি দাম দিয়ে আমাদের কিনতে হচ্ছে। তাই দাম একটু বেশি হবেই। ’

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মে ২৬, ২০১৭

জেইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।