ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ভয়েস হান্ট’ চ্যাম্পিয়ন ইফফাত, তসলিম, জুবায়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মে ২৫, ২০১৭
‘ভয়েস হান্ট’ চ্যাম্পিয়ন ইফফাত, তসলিম, জুবায়ের 'ভয়েস হান্ট' প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চট্টগ্রাম: চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার (সিজেএসএস) উদ্যোগে নতুন কন্ঠ শিল্পী সন্ধানে আয়োজিত ১৫ দিনব্যাপী ভয়েস হান্ট সিজন-২ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) নগরীর থিয়েটার ইনিস্টিটিউটে অনুষ্ঠিত এ সঙ্গীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত পর্বে ইফফাত চৌধুরী প্রিয়া ১ম, তসলিম আলম ২য়, জুবায়ের আবেদিন ৩য় স্থান অর্জন করে।

ফাইনাল রাউন্ড শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি নিরুপম দাশগুপ্ত।

সংগঠনের সভাপতি মনোজ কুমার সরকারের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক ছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী সমরজিৎ রায়, অশোক চৌধুরী, হিল্লোল রায়, এস এম শাহজাহান, সুদিপ মিত্র দোলন, লিটন মিত্র, প্রবীর দত্ত সাজু, রুবেল বড়ুয়া, লিমন বড়ুয়া, অসীম চন্দ্র বাপ্পী, জামাল আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও জুয়েল দাশ।

এবারের সিজন-২ এ আহ্বায়ক অনুপ পালিত রাসুর তত্বাবধানে চট্টগ্রাম মহানগর ও উপজেলার ৮৯ জন প্রতিযোগীর মধ্যে ৪৪ জন ইয়েস কার্ড পেয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। এদের মধ্যে ২৬ জনকে নিয়ে ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়।

ফাইনালে উন্নীত ২৬ জনকে নিয়ে ১২ দিনব্যাপী একটি ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বিশিষ্ট শিল্পীরা তাদের প্রশিক্ষণ দেন। এদের মধ্যে সঙ্গীত শিল্পী সঞ্জিত আচার্য, গীতা আচার্য, রুপতনু দাশ শর্মা, মিলি চৌধুরী, সুব্রত দাশ অনুজ, ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির, গীতিকার জীবক বড়ুয়া ও বিউটিশিয়ান বাঁধন অন্যতম।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।