ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মে ২৫, ২০১৭
‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’

চট্টগ্রাম:  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর ডিসি হিলে (নজরুল স্কয়ার) বর্ণাঢ্য আয়োজন করেছে ‘সম্মিলিত নজরুল জয়ন্তী উদযাপন পরিষদ ১৪২৪’ ।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ শিরোনামে নজরুল প্রেমীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে ডিসি হিল প্রাঙ্গণ।  গান, নাচ ও আবৃত্তির মাধ্যমে শিল্পীরা নজরুল বন্দনায় মেতে উঠে।
  
 
‘একি অপরুপ রূপে গো তোমার’শীর্ষক দলীয় সঙ্গীতের মাধ্যমে উৎসবের সূচনা করে ‘ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ। এরপর দলীয় নৃত্য নিয়ে মঞ্চে আসে ‘স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স’ এর ক্ষুদে নৃত্যশিল্পীরা।
এ পর্যায়ে দলীয় আবৃত্তি পরিবেশন করে ‘নরেন আবৃত্তি একাডেমি’।
 
পরবর্তীতে একে একে দলীয় নৃত্য পরিবেশন করে ‘সঞ্চারী নৃত্যকলা একাডেমি’, ‘কুসুম ললিতকলা একাডেমি’, ‘নৃত্যাঞ্চল’ ও ‘চারুতা নৃত্যকলা একাডেমি’র  ক্ষুদে নৃত্যশিল্পীরা।
 
আবৃত্তিশিল্পী মিলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যজন সুচরিত দাশ খোকন, পিন্টু ঘোষ, মো. আলী টিটু, প্রদীপ খাস্তগীর প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।