ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন সাদার্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন সাদার্ন খেলা শেষে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

চট্টগ্রাম: দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে ৬২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে  সাদার্ন বিশ্ববিদ্যালয় দল।

বৃহস্পতিবার (২৫ মে) টস জিতে সাদার্ন বিশ্ববিদ্যালয় দল ব্যাটিংয়ে নামে। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে।
জবাবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দল ৬ উইকেটে ১৭০ রান করতে সমর্থ হয়।
 
খেলা শেষে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
 
বিশেষ অতিথি ছিলেন টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান মাসিক দখিনা’র সহযোগী সম্পাদক প্রফেসর ড. ইসরাত জাহান, এলিট পেইন্টের পরিচালক সাজির আহমেদ ও আলোজা’র ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর মোর্শেদ ফিরোজ। এ সময় আয়োজক কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলী ইকরামুল হক রমি প্রমুখ উপস্থিত ছিলেন ।
 
ফাইনাল খেলায় ৬১ বলে ১১৩ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ইয়াসির আলী চৌধুরী রাব্বী। ১৬৬ রান ও ৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রতন দাশ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মেহেদি হাসান তুহিন ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি নির্বাচিত হয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।